Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি-ডিএমপি বৈঠক, সমাবেশ মিরপুর অথবা কমলাপুরে

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২২ ২২:১৪

ঢাকা: ১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় গণসমাবেশের স্থান নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে নয়াপল্টনের বিকল্প হিসেবে মিরপুর বাংলা কলেজ মাঠ অথবা কমলাপুর স্টেডিয়াম ব্যবহারের ব্যাপারে একমত হয়েছে বিএনপি ও ডিএমপি।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে ডিএমপি কার্যালয়ে বৈঠকের পর বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে এসব তথ্য জানান।

বৈঠকে অংশ নেওয়া বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের বরাত দিয়ে সারাবাংলাকে তিনি বলেন, ‘মিরপুর বাঙলা কলেজ মাঠ এবং কমলাপুর স্টেডিয়ামকে বিকল্প ভেন্যু হিসেবে ব্যবাহারের ব্যাপারে আলোচনা হয়েছে। এখন তারা (ডিএমপির সঙ্গে বৈঠকে অংশ নেওয়া বিএনপি নেতারা) ঢাকার গণসমাবেশের প্রধান উপদেষ্টা মির্জা আব্বাসের বাসায় যাচ্ছেন। সেখানে আলাপ-আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’

এদিকে, বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় বিএনপির প্রতিনিধি দলের সদস্য দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু সাংবাদিকদের বলেন, ‘মিরপুর বাঙলা কলেজ মাঠ অথবা কমলাপুর স্টেডিয়ামের গণসমাবেশ করবে বিএনপি।’

ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশীদ গণামধ্যমকে বলেন, ‘কমলাপুর স্টেডিয়াম বা বাঙলা কলেজ মাঠ নিয়ে দুই পক্ষ একমত। ১০ তারিখের সমাবেশের জন্য ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে সহায়তা করা হবে। তাবে যারা গ্রেফতার হয়েছেন, তাদের ব্যাপারটি আইন অনুযায়ী ফায়সালা হবে।’

এদিকে, রাত ১০টার দিকে বিএনপির সূত্রে জানা যায়, মাঠ পরিদর্শনের জন্য বিএনপির একটি টিম কলমালাপুর স্টেডিয়ামে এবং আরেকটি টিম মিরপুর বাংলা কলেজ মাঠে যাচ্ছেন। মাঠ পরিদর্শন শেষে সমাবেশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তারা।

বিজ্ঞাপন

ডিএমপির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু, অ্যাডভোকেট আহমেদ আজম খান, এ জেড এম জাহিদ হোসেন, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

গণসমাবেশ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর