কারও সাজেশনে বাংলাদেশের রাজনীতি হবে না: শেখ সেলিম
৯ ডিসেম্বর ২০২২ ১৫:২৬
ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘আমার দেশের রাজনীতি, আমার দেশের জনগণেই নির্ধারণ করবে। তোমাদের সাজেশন অনুপাতে এদেশের রাজনীতি হবে না। আর নির্বাচন সংবিধান অনুপাতে হবে। এর বাইরে কোনো নির্বাচন হবে না।’
শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের পাশের নির্বাচনী অফিসে আওয়ামী লীগের ২৩তম জাতীয় সম্মেলন উপলক্ষ্যে গঠিত অভ্যর্থনা উপ-কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
নাম উল্লেখ করে না করে যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘কিছু মিশন আছে, তারা একটা সাইডে মোটিভেটেড হয়ে আছে। ঘটনা ঘটার আগেই তারা একটা বিবৃতি দেয়। সুতরাং আমরা ইনভাইট করবো, তাদের সিকিউরিটি দেওয়ার ব্যাপারে যতটুকু দেওয়ার আমরা দেব, এজন্য এক্সর্টা এনার্জি ওখানে খরচ করে কোনো লাভ নাই। কারণ এদের কাজ আমরা একাত্তর সালেও দেখছি। একটা গ্রুপ আছে, এরা কোনভাবে আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর বাংলাদেশ; এখনও ঠিকভাবে দেখে না।’
বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপির কথা নাই, বার্তা নাই, রাস্তাঘাট বন্ধ কইরা সমাবেশ…। পুলিশের উপর আক্রমণ। টেলিভিশনে দেখেছি পুলিশের রক্ত ঝরছে। সেটার বিষয়ে কেন তাদের…. নাই। তাদের বক্তব্য এমনভাবে আসছে মনে হচ্ছে যে, আওয়ামী লীগ একেবারে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে।’
সমাবেশ করার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুমতির প্রসেঙ্গ শেখ সেলিম বলেন, ‘এখানে মিটিংটা যে করতে হবে, সেই মিটিংটা করার জন্য তো একটা পারমিশন লাগবে। বসে গেলাম মিটিং করলাম, রাস্তাঘাটে জনগণের ভোগান্তি হল, সে বিষয়ে কথা নাই। তাদের দেশে মিটিং করতে হলে কি হয়? হোয়াইট হাউজের সামনে বসে কেউ মিটিং করতে পারে? লন্ডনে ডাইনিং স্ট্রিটে গিয়ে মিটিং করতে পারে? হাইড পার্ক আছে ওখানে গিয়ে মিটিং করে। আমাদেরও তো বলা হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যান আছে ওখানে মিটিং করো।’
বাংলাদেশে বিদেশি দূতাবাসের দায়িত্বরত কূটনৈতিকদের উদ্দেশে সাবেক এই মন্ত্রী বলেন, ‘আপনি যতই ভালো ব্যবহার করেন বা ভালোভাবে কথা বলেন বা সত্য কথা বলেন, তারা তা পাশ কাটিয়ে তাদের একটা মোটিভেশন আছে; সেই মোটিভেশনে কথা বলে। সুতরাং যারা ফরেন ডিপ্লোমেট আছেন, তাদের একটু সতর্ক করে দিয়ে বলেন, তোমার দেশে কোনকিছুর ব্যাপারে আমরা নাক গলাই না। তোমার দেশে অনেক কিছু ঘটে। ট্রাম্পের ইলেকশনের সময়ও দেখা ওইখানে বহু গোলমাল হইছে। আমরা নাক গলাইছি? তোমরা দয়া করে আমার দেশের রাজনীতি নিয়ে তোমরা নাক গলাইও না।’
সম্মেলনকে সফল করার লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনা তুলে ধরার পাশাপাশি সম্মেলনে আগত আমন্ত্রিত অতিথি, বিদেশি কূটনৈতিক, কাউন্সিলর, ডেলিগেটদের যাতে অসুবিধা না হয় সেদিকেও খেয়াল রাখার লক্ষ্যে কাজ করা হবে বলেও জানান সেলিম। সম্মেলনে শুধুমাত্র বাংলাদেশ দায়িত্বরত বিদেশি কূটনৈতিক ও ডেলিগেটদের আমন্ত্রণ জানানো হবে। আমন্ত্রণ করে কোন বিদেশিকে সম্মেলনে দাওয়াত দেওয়া হবে না বলেও অভ্যর্থনা উপ-কমিটির বৈঠকে আলোচনা হয়।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, অ্যাম্বাসেডর জমির, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, আইন সম্পাদক নজিবুল্লাহ হিরু, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, উপদফতর সম্পাদক সায়েম খানসহ অনেকে।
সারাবাংলা/এনআর/এমও