Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে বড় পর্দায় আজ ব্রাজিল-আর্জেন্টিনার খেলা দেখানো হবে না

ঢাবি করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২২ ১৫:৪৩

ঢাবি: অনিবার্য কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৩টি ভেন্যুর কোনোটিতেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ৪টি ম্যাচ দেখাবে না মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস নগদ।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে নগদের হেড অফ পাবলিক কমিউনিকেশন্স জাহিদুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সেমিফাইনাল থেকে তিন ভেন্যুতেই আবার যথারীতি ম্যাচ দেখানো হবে।

এর আগে, গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে বড় পর্দায় খেলা না দেখরে বহিরাগতদের ‘আহ্বান’ জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, বিশ্বকাপ ফুটবল ২০২২কে কেন্দ্র করে নগদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের টিএসসি’তে একটি, ডাচের পেছনে একটি এবং হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে একটি করে সর্বমোট তিনটি বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: খেলা দেখতে বহিরাগতদের ঢাবিতে না আসার আহ্বান

সারাবাংলা/আরআইআর/এমও

টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় বড় পর্দা বিশ্বকাপ ব্রাজিল-আর্জেন্টিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর