Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি নেয়নি বিএনপি’

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২২ ২০:১০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ঢাকা: দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্গত গোলাপবাগ মাঠে সমাবেশ আয়োজনে বিএনপির কাছ থেকে এখনো কোনো আবেদন পায়নি বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আবেদন পাওয়ার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৯ ডিসেম্বর) জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাসেরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোলাপবাগ খেলার মাঠের উন্নয়নে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন (মেগা)’ শীর্ষক একটি প্রকল্প চলমান রয়েছে। যা প্রায় শেষের দিকে। প্রকল্পের আওতায় গোলাপবাগ খেলার মাঠে সীমানা প্রাচীর ও বেষ্টনী, প্যাভিলিয়ন, ড্রেসিং রুম, বাস্কেটবল গ্রাউন্ড, নর্দমা, হাঁটার পথ, পাঠাগার ভবন (লাইব্রেরি বিল্ডিং), বাজার (মার্কেট বিল্ডিং) ইত্যাদি অনুষঙ্গের উন্নয়নসহ গোলাপবাগ খেলার মাঠকে শুধু খেলাধুলার জন্য প্রস্তুত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই মাঠ উদ্বোধনে তারিখ নির্ধারণ করার পর্যায়ে রয়েছে। প্রকল্পের এই পর্যায়ে গোলাপবাগ খেলার মাঠে রাজনৈতিক সমাবেশ আয়োজন করা হলে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

সারাবাংলা/আরএফ/পিটিএম

গোলাপবাগ মাঠ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর