ঢাকা: রাজধানীর গোলাপবাগ এলাকায় শনিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টা থেকে রাত ৮টা দ্রুত গতির ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই এলাকায় নেটওয়ার্ক ফোর-জির বদলে টু-জিতে নামিয়ে আনার কথা বলা হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সরকারের একটি সংস্থার পক্ষ থেকে অপারেটরদের এ নির্দেশ দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, শনিবার সকাল ১১টা থেকে গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শুরু হবে। মাঠটি সায়েদাবাদ বাস টার্মিনালের কাছে। এর আগেও ঢাকার বাইরে বিএনপির বেশকয়েকটি সমাবেশে ওইসব এলাকার ইন্টানেটের গতি কমিয়ে আনা হয়েছিল।