Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নাশকতার আশঙ্কা’য় রাজধানীতে ২০ হাজার পুলিশ সদস্য মোতায়েন

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২২ ১৪:৩২

ঢাকা: ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এ কে এম হাফিজ আক্তার বলেছেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নাশকতার তথ্য রয়েছে। নয়াপল্টনও দখলের আশঙ্কা রয়েছে, সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ বলেছেন, বিএনপির সমাবেশ যাতে সুষ্ঠু হয় সেজন্য রাজধানীতে ২০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে নাইটিংগেল মোড় এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপির এই দুই কর্মকর্তা।

বিজ্ঞাপন

হাফিজ আক্তার বলেন, ‘বিএনপির বিভাগীয় সমাবেশ করছে গোলাপবাগ মাঠে। গত কয়েকদিন কিছু ঘটনা ঘটেছে, তাই সমাবেশ ও মানুষের নিরাপত্তা দিয়ে অতি গুরুত্ব দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। নয়াপল্টনে নাশকতা হতে পারে, এমন গোয়েন্দা তথ্য আছে, তবে আমরা আশা করি এরকম কিছু হবে না।’

তিনি জানান, আশঙ্কার আছে বলেই রাস্তা বন্ধ রাখা হয়েছে। নিরাপদ মনে হলে খুলে দেওয়া হবে। সমাবেশ করে বিএনপির সবাই চলে না যাওয়া পর্যন্ত পুলিশ নিরাপত্তা দিবে।

হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, ‘মানুষ স্বতঃস্ফূর্তভাবে চলাফেরা করছে, কোথাও কোনো যানজট নেই। ঝামেলা নেই। অনুষ্ঠান ঘিরে আমাদের পর্যাপ্ত পুলিশ দায়িত্ব পালন করছে। ২০ হাজারের ওপর পুলিশ কাজ করছে। আমরা মনে করি সমাবেশটি সুন্দরভাবে সমাপ্ত হবে। যেহেতু সমাবেশটি হচ্ছে গোলাপবাগ মাঠে । নয়া পল্টনের আশেপাশে অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা আছে। তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গোলাপবাগ মাঠ তো আমরা অনুমতি দিয়েছি সেখানে পর্যাপ্তসংখ্যাক পুলিশ সদস্য অবস্থান করছে এবং এইটা তো কোনো অবৈধ সমাবেশ না। সমাবেশটি সুন্দরভাবে করার জন্য যা যা করা দরকার আমরা সবরকম ব্যবস্থা করেছি। কোথাও কোনো যানজট নেই, কোথাও বিশৃঙ্খলা নেই। সুন্দরভাবে মানুষ চলাচল করছে। তারপরও আমরা আশা করি কোনো বিশৃঙ্খলা ঘটবে না। এছাড়া আজ শনিবারে এমনি মানুষের চলাচল সীমিত থাকে।’

ডিবি প্রধান বলেন, ‘কিছুদিন আগে এই সমাবেশকে কেন্দ্র করে এখানে উত্তেজনা ছিল। এই উত্তেজানার কারণে হয়তো যাদের কাজকর্ম নেই, তারা এখন বের হচ্ছে না।’

জননিরাপত্তা বিঘ্নিত হবে এমন কোনো গোয়েন্দা তথ্য আছে কি না জানতে চাইলে ডিবি প্রধান বলেন, ‘না এমন কোনো তথ্য নেই, আমরা সিকিউরিটি দিচ্ছি চাই সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হোক। সমাবেশ ঘিরে যে শর্ত দেওয়া হয়েছে সেই শর্ত মেনে সমাবেশ শেষ করে তারা চলে যাবে। এছাড়া নাশকতার মতো কোন আশংকা নেই। আজ ঢাকা শহরে কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। পুলিশও নির্বিঘ্নে কাজ করছে তারাও তাদের সমাবেশস্থলে নির্বিঘ্নে যেতে পারছেন।’

সারাবাংলা/ইউজে/এমও

নাশকতার আশঙ্কা পুলিশ মোতায়েন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর