নগরীর নিরাপত্তায় কাজ করছে ৬ হাজার আনসার সদস্য
১০ ডিসেম্বর ২০২২ ১৫:২৪
ঢাকা: বিএনপির সমাবেশকে ঘিরে রাজধানীতে দায়িত্ব পালন করছে ৬ হাজার আনসার গার্ড ব্যাটালিয়ান সদস্য। তারা মোড়ে মোড়ে টহল দিচ্ছে, সমাবেশ স্থলেও দায়িত্বে রয়েছে নিরাপত্তার।
শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর আরামবাগ এলাকাসহ বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
আনসার গার্ড ব্যাটালিয়ানের পরিচালক দেওয়ান মাতলুবুর রহমান বলেন, ‘নগরীর নিরপত্তায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের ৬ হাজার সদস্য কাজ করছে। আমরা বিভিন্ন ধরণের পেট্রোলিং করছি। প্রয়োজনে তল্লাশি করছি। নিরাপত্তা বজায় রাখতে আমরা আমাদের প্রচেষ্টা বজায় রেখেছি। কখনও পুলিশের সঙ্গে পেট্রোলিংয়ে অংশ নিচ্ছি আবার কখনও আমরা নিজেরাই তল্লাশি করছি।’
‘নাশকতার আশঙ্কা’য় রাজধানীতে ২০ হাজার পুলিশ সদস্য মোতায়েন
অন্যদিকে, বিএনপির সমাবেশ যাতে সুষ্ঠু হয় সেজন্য রাজধানীতে ২০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ।
সারাবাংলা/ইএইচটি/এমও