ঢাকা: জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০২৩-২৪ মেয়াদের নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) থেকে সোমবার (১২ ডিসেম্বর) পর্যন্ত প্রার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। তবে ১২ ডিসেম্বর ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে রাত ১০টা পর্যন্ত।
ন্জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্য নির্বাচন ২০২৩-২৪ মেয়াদের জন্য গঠিত নির্বাচন কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় প্রেস ক্লাব অফিস থেকে ১০০ টাকার বিনিময়ে ১০ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। এ সময়ের মধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র জমাও দেবেন। জমা দেওয়ার ক্ষেত্রে সময় নির্ধারণ করা হয়ছে ১০ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। আগামীকাল বোববার (১১ ডিসেম্বর ) সকাল ১০টা থেকে বিকাল ৫টা এবং সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
এছাড়া জাতীয় প্রেসক্লাব থেকে ২০ টাকার বিনিময়ে ভোটার তালিকা সংগ্রহ করা যাবে। এবার অপটিক্যাল কাউন্টিং সিস্টেম পদ্ধতিতে ভোট গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এবার প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০২৩-২৪ মেয়াদে ফরিদা ইয়াসমিন-শ্যামল দত্ত প্যানেল এবং সবুজ- ইলিয়াস নামের দুই প্যানেলে প্রার্থীরা নির্বাচন করার কথা রয়েছে।
উল্লেখ্য, এবারই প্রথম মনোনয়নপত্র সংগ্রহে প্রেস ক্লাব টাকা নিচ্ছে বলে জানা গেছে ।