Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবাধিকার মানুষের জন্মগত অধিকার: রওশন এরশাদ

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২২ ১৮:২৮

বেগম রওশন এরশাদ, ফাইল ছবি

ঢাকা: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেন, ‘মানবাধিকার দেশের সীমারেখা দিয়ে সীমাবদ্ধ নয়। এ অধিকার মানুষের জন্মগত, যা কেউ কেড়ে নিতে পারে না। জন্মস্থান, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন এবং সবার জন্য সমান।’

শনিবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবসের বাণীতে এসব কথা বলেন জাতীয় পার্টির এই নেতা।

রওশন এরশাদ আরও বলেন, ‘মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভুক্তভোগীদের প্রতিকার পাওয়ার পথ সুগম করতে হবে। মানবাধিকার রক্ষায় নিয়োজিত জাতীয় মানবাধিকার কমিশনসহ সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী, সিভিল সোসাইটি, গণমাধ্যম, মালিক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সকলকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।’

তিনি বলেন, ‘রাষ্ট্রের পাশাপাশি মানবাধিকার সমুন্নত রাখা সকলের দায়িত্ব। জাতি, ধর্ম, বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে একে অপরের অধিকার সম্পর্কে সচেতন এবং শ্রদ্ধাশীল থাকতে হবে। মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এর মাধ্যমেই উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।’

সারাবাংলা/এএইচএইচ/এনএস

আন্তর্জাতিক মানবাধিকার দিবস

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর