Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ মাসে বিদেশি বিনিয়োগ এসেছে ১৫৫ কোটি ডলার

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২২ ১৯:১৪

ঢাকা: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং ডলার সংকটের মধ্যেও দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-‌অক্টোবর) ১৫৪ কোটি ৫০ লাখ ডলারের এফডিআই এসেছে। গত ২০২১-২২ অর্থবছরের একই সময়ে দেশে বিদেশি বিনিয়োগ এসেছিল ১১২ কোটি ৯০ লাখ ডলার। ফলে, গত অর্থবছরের একই সময়ের তুলনায় দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ৪১ কোটি ৯০ কোটি ডলার বা ৩৬ দশমিক ৮৫ শতাংশ।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাশে ব্যাংক সূত্র জানায়, প্রতিমাসে বিভিন্ন খাতে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আসে, আবার প্রতিমাসে অনেক বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান মুনাফার অর্থ তাদের নিজ দেশে নিয়ে যান। প্রতিমাসে দেশে যে বিনিয়োগ আসে এবং সেখান থেকে মুনাফা বাবদ চলে যাওয়া অর্থ বাদ দিলে অবশিষ্ট অঙ্ককে নিট এফডিআই বলা হয়। চলতি ২০২২-২০২৩ অর্থবছরে নিট বিদেশি বিনিয়োগও গত অর্থ বছরের চেয়ে ৪১ দশমিক ৯৬ শতাংশ বেড়ে ৬০ কোটি ৯০ লাখ ডলারে দাঁড়িয়েছে। গত বছর একই সময়ে নিট বিদেশি বিনিয়োগ ছিল ৪২ কোটি ৯০ লাখ ডলার।

জানা গেছে, রাশিয়া- ইউক্রেন যুদ্ধের প্রভাবে সারা বিশ্বে অর্থনীতিতে অস্থিরতা দেখা দিয়েছে। একইসঙ্গে যুদ্ধের প্রভাবে মূল্যস্ফীতি বেড়েছে, কমেছে স্থানীয় মুদ্রার মান। একইসঙ্গে যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সারাবিশ্বে উৎপাদনে বড়ধরনের প্রভাব পড়েছে। এতে অর্থনীতিতে ব্যাপক চাপ বেড়েছে। এসব সংকটের মধ্যেও সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ায় অর্থনীতিতে কিছুটা আশা সঞ্চার করেছে।

উল্লেখ্য, গত ২০২১-২২ অর্থবছরে সব মিলিয়ে ৪৭০ কোটি ৮০ লাখ (৪ দশমিক ৭১ বিলিয়ন) ডলার এফডিআই আসে। এটি তার আগের অর্থ বছরের (২০২০-২১) চেয়ে ৩৯ শতাংশ বেশি ছিল। তখন নিট এফডিআই বেড়েছিল ৬১ শতাংশ। গত অর্থবছরে নিট এফডিআইয়ের পরিমাণ ছিল ২১৮ কোটি ডলার।

এর আগে, ২০১৯-২০ অর্থবছরে ৩২৩ কোটি ৩০ লাখ ডলারের বিদেশি বিনিয়োগ আসে বাংলাদেশে। নিট বিনিয়োগের অংক ছিল ১২৭ কোটি ১০ লাখ ডলার। ২০১৮-১৯ অর্থবছরে দেশে প্রায় ৫০০ কোটি ডলার বিদেশি বিনিয়োগ এসেছিল। এর মধ্যে নিট এফডিআইয়ের পরিমাণ ছিল ২৬৩ কোটি ডলার।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/ইআ

বিদেশি বিনিয়োগ সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর