Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুপিয়ে ১ জনকে হত্যার পর জনতার হাতে ভারসাম্যহীন ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২২ ২০:১৬

রাঙ্গামাটি: জেলার বাঘাইছড়ি উপজেলায় সারোয়াতলী ইউনিয়নে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির দায়ের কোপে সরল চাকমা নামে এক নিহত হয়েছেন। পরে স্থানীয়দের আঘাতে মঞ্জু চাকমা নামে ভারসাম্যহীন ওই ব্যক্তিও মারা গেছেন।

শনিবার (১০ ডিসেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, গতকাল শুক্রবার (৯ ডিসেম্বর) সারোয়াতলী ইউনিয়নে মানসিক ভারসাম্যহীন মঞ্জু চাকমা তার মা-বাবাকে দা দিয়ে কুপিয়ে আহত করে। বর্তমানে তারা দু’জন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর শনিবার বিকেলে এলাকাবাসী মঞ্জু চাকমাকে ধরতে চাইলে মঞ্জুর হাতে থাকা দা নিয়ে এলাকাবাসীর ওপর চড়াও হয়। তখন মঞ্জুর হাতের দায়ের আঘাতে মৃত্যু হয় সরল চাকমার। পরবর্তীতে এলাকাবাসী তার দায়ের কোপ থেকে বাঁচতে মঞ্জু চাকমাকে নানাভাবে আঘাত করলে মারা যান তিনি।

এ বিষয়ে ইউএনও রুমানা আক্তার জানান, উপজেলার সারোয়াতলী ইউনিয়নে মঞ্জু চাকমা নামে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি তার মা-বাবাকে গতকাল কুপিয়ে আঘাত করে। এলাকাবাসী তাকে আজকে ধরতে গেলে সে সরল চাকমা নামে একজনকে কুপিয়েছে, ওই ব্যক্তিও নিহত হয়। তখন এলাকাবাসী তাকে ধরতে আঘাত করলে মঞ্জু চাকমা মারা যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনএস

রাঙামাটি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর