Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তিবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২২ ১৩:০৮

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর শান্তিবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে খালিদ হাসান (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শান্তিবাগ পানির পাম্পের পাশের ভাবনে এই দুর্ঘটনা ঘটে।

খালিদ রংপুর জেলার গংগাচড়া উপজেলার ফুলবাড়িরচওড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।

নিহতের ভাই খাদিমুল ইসলাম জানান, তারা একসঙ্গে শান্তিবাগ পানির পাম্পের পাশে একটি নির্মাণাধীন ১০ তলা ভবনে রাজমিস্ত্রীর কাজ করেন। খালিদ রাজমিস্ত্রীর সহযোগীর কাজ করতেন। সকালে তারা একেকজন একেক তলায় কাজ করছিলেন। খালিদ অন্য সহকর্মীদের সঙ্গে ১০ তলায় কাজ করছিলেন। এ সময় তারা শুনতে পান ভবন থেকে খালিদ নিচে পড়ে গেছে। গুরুত্বর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ভবন থেকে পড়ে গিয়ে আহত হয়েছিল ওই শ্রমিক। পরে তার স্বজন ও সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিস্তারিত তদন্তের জন্য থানা পুলিশকে জানানো হয়েছে।

সারাবাংলা/ইআ

শ্রমিক নিহত

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর