ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী হলেন পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ
৩০ এপ্রিল ২০১৮ ২১:৫২
।। সারাবাংলা ডেস্ক ।।
যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ। দেশটির ইতিহাসে এই প্রথম কোনো মুসলিম ব্যক্তি এমন দায়িত্ব পেলেন।
ব্রিটেনে অবৈধ অভিবাসী বিতাড়ন সম্পর্কিত সরকারি নীতি নিয়ে কেলেঙ্কারির মুখে গতকাল রোববার রাতে (২৯ এপ্রিল) পদত্যাগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড। পরদিন সোমবার (৩০ এপ্রিল) তার জায়গায় আসলেন সাজিদ।
অবৈধ অভিবাসীদের যুক্তরাজ্য থেকে বের করে দেওয়ার পরিকল্পনার অভিযোগ ওঠায় বিতর্কের জেরে পদত্যাগের ঘোষণা দেয় অ্যাম্বার রাড। দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মের কাছে এই বিষয়ে একটি পত্র পাঠান তিনি।
এদিকে পদত্যাগপত্র হাতে পেয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আমি এ ঘটনায় দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে তার পদত্যাগের সেবিষয়টিও আমি বুঝতে পেরেছি।
সারাবাংলা/এমআইএস
আরও পড়ুন..
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ