বিএনপির সঙ্গে বৈঠক করলেন জার্মান রাষ্ট্রদূত
১১ ডিসেম্বর ২০২২ ১৭:৪৮
ঢাকা: গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এসে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করে গেলেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিন ট্র্যোস্টার।
রোববার (১১ ডিসেম্বর) বিকেল ৩টায় এ বৈঠক শুরু হয়। শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বৈঠকে শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জার্মান ফরেন মিনিস্ট্রি থেকে যে ভদ্রলোক আসছেন, তাকে নিয়ে জার্মান অ্যাম্বাসেডর আমাদের এখানে আসছেন আলাপ করতে। আমাদের আলাপ হয়েছে। তবে এই সমস্ত দ্বিপক্ষীয় একান্ত বৈঠকগুলো নিজেদের মধ্যে রাখা ভালো। এগুলো নিয়ে বাইরে খুব একটা আলাপ করার সুযোগ থাকে না। এই বৈঠকগুলো একান্ত বৈঠক, দ্বিপক্ষীয় বৈঠক এবং এগুলো আমরা নিজেদের মধ্যে রাখার চেষ্টা করি— এটাই ভালো, এটাই প্রাক্টিস। আজকে এতটুকু বলি, এর বাইরে আর বলার সুযোগ নেই।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন , ‘কূটনীতিকদের দায়িত্ব হচ্ছে, এ দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক— প্রত্যেক বিষয়ে তাদের হেডকোয়ার্টারে রিপোর্ট করতে হয়। এটা তাদের দায়িত্ব। আজকে নতুন কিছু না। এটা সব সময় হয়ে আসছে। আজকেও যা হয়েছে, তার অংশ হিসেবেই হয়েছে।’
সারাবাংলা/এজেড/এনএস