Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করলে দূতাবাস ঘেরাওয়ের হুমকি

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২২ ২১:৪৮

মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক নেতারা, ছবি: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে বিদেশি কূটনীতিকরা যদি ফের হস্তক্ষেপ করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে দূতাবাস ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা। তারা বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে নাক গলাবেন না। বিদেশি রাষ্ট্রদূতরা আমাদের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ভবিষ্যতে যদি বিবৃতি দেন, বাড়াবাড়ি করেন, তাহলে এই দেশের জনগণকে নিয়ে আমরা আপনাদের দূতাবাস ঘেরাও করতে বাধ্য হব।

বিজ্ঞাপন

রোববার (১১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের অভ্যন্তরে আয়োজিত এক মানববন্ধনে সাংবাদিক নেতারা এই হুঁশিয়ারি দেন। ‘মার্কিন সাম্রাজ্যবাদসহ বিদেশি কূটনীতিক ও কতিপয় সাংবাদিক নামধারী বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে’ এ মানববন্ধনের আয়োজন করে সচেতন সাংবাদিক সমাজ। সাংবাদিক নেতা মো. লায়েকুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য রহমান মুস্তাফিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, জাস্টিস ফর জার্নালিজমের সভাপতি কামরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবু সাঈদ, জুলফিকার আলী, জাহাঙ্গীর খান বাবু ও শাহজাহান সাজুসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা দুটি কারণে আজকে এখানে প্রতিবাদ কর্মসূচি পালন করছি। একটি হচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি কূটনীতিকদের নির্লজ্জভাবে হস্তক্ষেপ। দ্বিতীয়টি হচ্ছে, দেশের কিছু দালাল সাংবাদিকের বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্ত তথ্য প্রদান। এখন পর্যন্ত এই দুইটি বিষয়টিতে কেউ আনুষ্ঠানিক প্রতিবাদ করেনি। আমরা শুরু করলাম।’

সাংবাদিক নেতারা বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। দেশের নিজস্ব বিষয়ে বিদেশি কোনো দেশের প্রতিনিধি হস্তক্ষেপ করতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্রসহ ১৪টি দেশ যে বিবৃতি দিয়েছে, তারা বাংলাদেশের মানবাধিকারের কথা, বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার কথা বলেছে। স্বাধীন দেশের রাজনীতি কীভাবে চলবে, সেটার শিক্ষা তো তাদের কাছ থেকে নিতে হবে না।’

তারা আরও বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে নাক গলাবেন না। এই বাঙালি জাতিকে আপনারা চিনেন না। আমরা অনেকদূর যেতে পারি। যদি এই রাষ্ট্রদূতরা আমাদের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আরও বিবৃতি দেন, আরও বাড়াবাড়ি করেন, তাহলে এই দেশের জনগণকে নিয়ে আপনাদের দূতাবাস ঘেরাও করতে বাধ্য হব। প্রয়োজনে এসব রাষ্ট্রদূতকে বিমানে তুলে নিজের দেশে পাঠিয়ে দিতে সরকারের প্রতি অনুরোধ জানাই।’

‘দেশবিরোধী’ সাংবাদিকদের উদ্দেশে নেতারা বলেন, ‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। আপনাদের বাপ-দাদারা ষড়যন্ত্র করেছে, পরাজিত হয়েছে। তাদের এখন রাজাকার গালি শুনতে হয়। পরবর্তী প্রজন্মের কাছে আপনারা এই গালি শুনবেন, সেটা আমরা আশা করি না। সময় থাকতে আপনারা ভালো হয়ে যান। আপনাদের দেশবিরোধী ষড়যন্ত্র এই দেশের মুক্তিযোদ্ধার সন্তানেরা বেঁচে থাকতে সফল হতে দেবে না।’

সারাবাংলা/জিএস/এনএস

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর