Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে মাদরাসা ছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২২ ১৩:৪১

নরসিংদী: বেলাবতে ট্রাক্টর চাপায় আরিয়ান (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১২ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার আমলাব ইউনিয়নের রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয় পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আরিয়ান উপজেলার গাংকুল পাড়া এলাকার আরিফ মিয়ার ছেলে এবং বেলাব হাফিজিয়া মাদরাসার পড়াশোনা করতো।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইটবোঝাই করা একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে বেলাব থেকে বটেশ্বর বাজারের দিকে যাচ্ছিল এবং মোটরসাইকেলে রাজারবাগ থেকে আরিয়ান ও সোহান নামে দুই বন্ধু বেলাব বাজারের দিকে আসছিল। বেলাব রোড ব্রিজসংলগ্ন স্থানে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা আরিয়ান ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর ট্রাক্টরের চালক পালিয়ে যায়।

স্থানীয় চেয়ারম্যান মো. নরুল হাসান ভূঁইয়া বলেন, ‘অদক্ষ চালক আর অনুমোদনহীন গাড়ির কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। আমরা অবৈধ গাড়ি বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

বেলাব থানার ওসি (তদন্ত) মো. ফরিদ উদ্দিন খাঁন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ড্রাইভার পালিয়ে গেছে তবে গাড়িটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সারাবাংলা/এমও

ট্রাক্টর-মোটরসাইকেল মাদরাসা ছাত্র মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর