Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংক ঋণ পরিশোধের সময় বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২২ ২০:০৬

ঢাকা : আগামী বছরের জুন মাস পর্যন্ত ঋণ পরিশোধের সময় বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন (এফবিসিসিআই)। সোমবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক ও এফবিসিসিআই’র এক বৈঠক শেষে সংগঠনের সভাপতি জসিম উদ্দিন সাংবাদিকদের এসব কথা বলেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, ‘করোনা মহামারির ক্ষতি খাটিয়ে উঠলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক কার্যক্রম এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। করোনার সময় বাংলাদেশ ব্যাংক ঋণ পরিশোধে বিশেষ সুবিধা দিয়েছিলো। এই সুবিধার মেয়াদ চলতি ডিসেম্বরে শেষ হবে। কিন্তু সংগঠনের পক্ষ থেকে আগামী বছরের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা এখনো অনেক খারাপ পরিস্থিতিতে রয়েছি। তাই ঋণের কিস্তি পরিশোধে বিশেষ সুবিধার মেয়াদ আরও বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংককে বলা হয়েছে।’

এফবিসিসিআই সভাপতি বলেন, ‘ঋণ শ্রেণীকরণ সুবিধার মেয়াদ বৃদ্ধি করা না হলে অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান অনিচ্ছাকৃত খেলাপিতে পরিণত হবে। এতে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ কারণে ঋণ বিরূপ অর্থাৎ শ্রেণীকরণ প্রক্রিয়া আগামী ৩০ জুন পর্যন্ত স্থগিত রাখার দাবি জানিয়েছি। বাংলাদেশ ব্যাংকও এ বিষয়ি ইতিবাচক হিসেবে নিয়েছে।’

জসিম উদ্দিন বলেন, ‘রমজানের পণ্য আমদানিতে এলসি খুলতে রিজার্ভ থেকে ডলার সহায়তা চাওয়া হয়েছে। এ ছাড়া ঋণের সুদের ক্যাপ না উঠাতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে।’

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, ‘করোনা ঊর্ধ্বমুখী সময়ের মতো নীতি সহায়তা চেয়েছেন ব্যবসায়ীরা। রাশিয়া-ইউক্রেন সমস্যার কারণে তারা এই সুবিধা চেয়েছেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক অর্থনীতির স্বার্থে ইতিবাচক হিসেবে নিয়েছে বিষয়টি। এলসি খোলায় যাতে সমস্যা না হয় এজন্য ৮ পণ্যের বিষয়ে সার্কুলার হয়েছে, প্রয়োজনে বাড়ানো হবে।’

সারাবাংলা/জিএস/একে

এফবিসিআই ব্যাংক ঋণ

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর