নির্মাণ শিল্পীদের প্রশিক্ষণ দিল জিপিএইচ
১২ ডিসেম্বর ২০২২ ২০:২৭
চট্টগ্রাম ব্যুরো: নির্মাণ শিল্পীদের (শ্রমিক) দক্ষতা বাড়াতে চট্টগ্রামে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। বেসরকারি শিল্প প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত ও ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর আগ্রাবাদে একটি রেঁস্তোরায় কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল।
এ সময় তিনি বলেন, ‘বিশ্বসেরা প্রযুক্তি দিয়ে ক্লিন ও পিউর রড তৈরি করে আমরা চীনের মতো উন্নত দেশে লোহার বারের বৃহত্তম চালান রফতানি করেছি। এই প্রযুক্তির কোড ব্যবহার করে আমরা যেকোনো দেশের চাহিদা মতো হাই পারফরমেন্স রড তৈরি করতে সক্ষম। এই রড ব্যবহারের ক্ষেত্রে সহযোগিতা দিলে এই সেক্টরে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনে অনুপ্রেরণা পাবেন শিল্প উদ্যোক্তারা।’
কর্মশালায় উপস্থিত ছিলেন- জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) শোভন মাহবুব শাহাবউদ্দিন, মিডিয়া এডভাইজার অভীক ওসমান, জ্যেষ্ঠ উপ-মহাব্যবস্থাপক জাহেদ আল আসবা ও সাইফুল ইসলাম।
আইইবি’র প্রকৌশলী সুজন বসাক ও অসীম সেন দিনব্যাপী ২৬০ জন নির্মাণ শ্রমিককে প্রশিক্ষণ দেন।
সারাবাংলা/আরডি/পিটিএম