শাহজালালে ৮ কোটি টাকার সোনা জব্দ
স্টাফ করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২২ ২২:৪১
১২ ডিসেম্বর ২০২২ ২২:৪১
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় ১২ কেজি (মূল্য ৮ কোটি টাকা) সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
সোমবার ( ১২ ডিসেম্বর) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম।
সোনার বারগুলো বিমানের আসনের নিচ থেকে জব্দ করা হয়।
সহকারী রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে প্রায় ৮ কোটি টাকা মূল্যের সোনার বার জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সারাবাংলা/এসজে/একে