‘জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে’
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২২ ২২:৪৯
১২ ডিসেম্বর ২০২২ ২২:৪৯
ঢাকা: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সকল ক্ষেত্রেই পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন। আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে নগরীর সার্কিট হাউজ মাঠে আয়োজিত আইজিপি কাপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ উদ্বোধন শেষে এসব কথা বলেন।
এ সময় সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু, অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান ও পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টুর্নামেন্টে ১৩টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় রেঁনেসা ক্লাব ও জিল্লুর রহমান স্মৃতি সংসদ অংশ নেয়।
সারাবাংলা/পিটিএম