Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘২৪ ডিসেম্বরের কর্মসূচি প্রত্যাহার করুন, অহেতুক উসকানি দেবেন না’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২২ ১৪:৩৫

ঢাকা: আগামী ২৪ ডিসেম্বর বিএনপিঘোষিত গণমিছিল কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘২৪ ডিসেম্বর আমাদের জাতীয় সম্মেলন। সারাদেশ থেকে নেতাকর্মীরা আসবে। আমরা সংঘাত চাই না। আপনাদের গণমিছিলের প্রোগ্রাম বাইরে করেন। ঢাকা সিটিতে সেদিন না করার জন্য অনুরোধ করছি, ঢাকা সিটিতে অহেতুক সংঘাতের উসকানি দিবেন না।’

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের নতুন বিল্ডিংয়ে জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপির কোনো নেতার নাম উল্লেখ না করে ওবায়দুল কাদের বলেন, ‘কে যেন বলেছে সরকারের মাথা পাগল হয়ে গেছে? সরকারের না পাগলটা তারাই হয়ে গেছে, বেপরেয়ো হয়ে গেছে। ১০ তারিখ সুপার ফ্লপ। সারাদেশে শান্তিপূর্ণভাবে অবস্থান ছিল আওয়ামী লীগের। রাজধানীর পাড়া মহল্লায় অলিগলি সব ছিল আওয়ামী লীগের স্লোগানে স্লোগানে মুখরিত।’

বিএনপি-জামায়াতের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘২৪ তারিখ আমাদের জাতীয় সম্মেলন। আমরা তাদের অনুরোধ করবো ঢাকা সিটিতে অহেতুক সংঘাতের উসকানি দিবেন না। সারাদেশ থেকে আমাদের নেতাকর্মীরা আসবে। আমরা সংঘাত চাই না। সে কারণে আপনাদের গণমিছিলের প্রোগ্রাম বাইরে করেন। ঢাকা সিটিতে সেদিন না করার জন্য আমরা অনুরোধ করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা সংঘাত চাই না। আবার জামায়াতও দেখছি গণমিছিল করবে, আমরা সবার কাছে অনুরোধ করছি এ ধরনের কর্মসূচি নেবেন না। যে সংঘাতের আশঙ্কা দেশবাসী করছে। যাদের কাছে নালিশ করেন, বিদেশিরা করছে। সেই সংঘাতটা যাতে না হয় আমরা ১০ তারিখ কিন্তু সেইভাবেই ছিলাম।’

বিজ্ঞাপন

বিএনপি ২৪ ডিসেম্বরের কর্মসূচি স্থগিত করেছে, এ বিষয়ে উপস্থিত এক সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘স্থগিত করলে আমার মনে হয় তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে।’

বিএনপির নিজের ঘরে গণতান্ত্রিক চর্চা নেই অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘নিজেদের সম্মেলন তো কবে হয়েছে আল্লাহ জানেন, ফখরুল সাহেব নিজেও জানেন না কবে সম্মেলন হয়েছিল? মিটিং কবে হয়েছিল? লা মেরিডিয়ানে ৫০০ জনের নাকি? জাম্বু জেট কমিটি; তারপর আর বসেন নাই। এতো বড় কমিটি বসবে কেমন করে?’

‘বিএনপির ১০ দফা দাবি পুরনো বিষয়। আমরা নতুন করে কিছু দেখছি না। পুরনো বিষয়গুলি তারা বারবার তোঁতাপাখির মতো আওড়াচ্ছে’, বলেও মনে করেন ওবায়দুল কাদের।

‘বিএনপির টার্গেট সুপার ফ্লপ। ১০ তারিখে তারাই লাল কার্ড খেল। জনগণ লাল কার্ড দেখাল। আমরা বিজয় দাবি করছি না, এটার ভেতর জয়-পরাজয় নেই। রাজনীতিতে আমরা পাল্টাপাল্টি করতে রাজি নই। কারণ আমরা শান্তিপূর্ণ অবস্থানে সতর্ক ছিলাম’, বলেও জানান ওবায়দুল কাদের।

মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির আহ্বায়ক দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সদস্য সচিব দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। সভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আইন সম্পাদক নজিবুল্লাহ হিরু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জি. আব্দুস সবুর, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, সৈয়দ আবদুল আউয়াল শামীম, আজিজুস সামাদ আজাদ ডনসহ অনেকে।

সারাবাংলা/এনআর/এমও

২৪ ডিসেম্বর উসকানি কর্মসূচি প্রত্যাহার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর