Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পাকিস্তানিরাও পার্টি অফিসে এমন নির্মমতা চালায়নি’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২২ ১৫:২২

নয়াপল্টনে বিএনপির অফিস পরিদর্শন করেন কর্নেল অলি আহমেদ বীর বিক্রম

ঢাকা: নয়াপল্টনে বিএনপির ক্ষতিগ্রস্ত কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, ‘পাকিস্তানিরাও পার্টি অফিসে এমন নির্মমতা চালায়নি।’

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে তিনি নয়াপল্টনে আসেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স তাকে স্বাগত জানান।

এ সময় অলি আহমেদের সঙ্গে ছিলেন এলডিপির নেয়ামুল বশির, আওরঙ্গজেব বেলাল, মোর্শেদ, সাকলায়েন, কফিল উদ্দিন, আবুল হোসেন ভুঁইয়া, হাফিজুর রহমান প্রমুখ।

বিএনপির কার্যালয় পরিদর্শন শেষে একাত্তরের বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদ বীর বিক্রম সাংবাদিকদের বলেন, ‘সরকার যে কাজ করেছে, সেটা একাত্তরে পাকিস্তান হানাদার বাহিনীও কোনো পার্টি অফিসে করেনি, কারও বাসায় করেনি।’

তিনি বলেন, ‘বিএনপি বড় প্রাপ্তি এই সরকারকে তারা বিশ্বের কাছে উলঙ্গ করে ছেড়েছে। দুনিয়ার মানুষ জেনেছে যে, এই সরকারের মনুষ্যত্ব নেই। তাদের (সরকার) মনে রাখতে হবে— অত্যাচার চালিয়ে কোনো স্বৈরশাসক টিকতে পারেননি, তারাও পারবে না।’

অলি আহমেদ বলেন, ‘এই সরকারকে বিদায় করার জন্য যা যা করা দরকার, করতে হবে। আমরা তাদের পাতা ফাঁদে পা দেব না। আইন মোতাবেক সব করা হবে। বিএনপিকে আরও শক্তিশালী হয়ে কর্মসুচি দিতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে প্রস্তুত। যাদের লোকবল আছে তাদের সঙ্গে নিন। শূন্য যোগ শূন্য সমান সমান শূন্যই হয়। যারা ওয়ানম্যান শো তাদের পরিহার করে যাদের শক্তি ও অবস্থান আছে তাদের নিয়ে কাজ করতে হবে।’

আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, ‘আজকের পৃথিবীতে কেউ একা চলতে পারে না। আসুন সবাই মিলে কাজ করি। এই দুর্নীতিবাজদের আপনারা স্থান দেবেন না। এরা ১৮ কোটি মানুষের ওপর নিপীড়ন চালাচ্ছে। তাদের ভিসা দেবেন না। কারণ, তারা অমানুষ। তাদের যারা স্থান দেবে তারাও অমানুষ হিসেবে গণ্য হবে।’

তিনি বলেন, ‘এই সরকারের পতন সময়ের ব্যাপার। আমরা সবাই মিলে আলাপ করে ১০ দফা ঘোষণা করেছি। সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন করব। আন্দোলন আরও জোরদার করতে হবে। সরকারের পালানোর সুযোগ বন্ধ হয়ে গেছে। ৭ ডিসেম্বরের পর তারা সেই সুযোগ বন্ধ করে ফেলেছে। এখন জনগণ তাদের বিচার করবে।’

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, ‘আজকে মানুষের জীবনধারণ কঠিন হয়ে পড়েছে। মানুষ অসহনীয় পরিস্থিতিতে বাস করছে।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটক বিএনপি নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি চান এবং তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানান কর্নেল (অব.) ড. অলি আহমেদ বীর বিক্রম।

সারাবাংলা/এজেড/এনএস

ড. অলি আহমেদ বীর বিক্রম নয়াপল্টন বিএনপি লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর