Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২২ ১৬:২০

ঢাকা: ৪৮ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো. আনিসুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার ( ১৩ ডিসেম্বর) দুপুরে দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এর আগে গ্রেফতারকৃত আনিসুর রহমানের নামে মামলা করে দুদক। আসামির কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা করা হয়। গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী কলেজের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আসামি আনিসুর রহমান কোনো মাল সরবরাহ না করে অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেছেন। ২০২২ সালের ১২ থেকে ২০ জুনের মধ্যে ওই অর্থ আত্মসাৎ করা হয় বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ।

সারাবাংলা/এসজে/এনএস

তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্স মো. আনিসুর রহমান


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর