Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাল ও চিনির দাম ৫ টাকা বাড়াল টিসিবি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২২ ১৮:৩১

ঢাকা: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র চিনি ও ডালের দাম বেড়েছে। এই দুই পণ্যের দাম কেজিতে ৫ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে। এখন প্রতি কেজি চিনি ৬০ টাকা ও মসুর ডাল ৭০ টাকায় টাকায় বিক্রি করবে টিসিবি।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চিনি ও ডালের দাম বাড়লেও সয়াবিন তেল আগের দামে প্রতি লিটার ১১০ টাকায় মিলবে। ফ্যামিলি কার্ডের আওতায় একজন ক্রেতা এক দফায় এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল কিনতে পারেন।

টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির জানান, বাজারে চিনি ও ডালের দাম বেড়েছে। বাজারদরের সঙ্গে টিসিবির পণ্যের দর সমন্বয় করতে দাম বাড়ানো হয়েছে।

সারাবাংলা/ইএইচটি/একে

চাল চিনি টিসিবি টিসিবির পণ্য ডাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর