Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়কে বন্ধ হচ্ছে বাস পার্কিং

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২২ ১৯:২৫

আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস, ছবি: সারাবাংলা

ঢাকা: আগামী বছরের পহেলা এপ্রিল থেকে রাজধানীর সড়কে কোনো বাস পার্ক করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। এগুলোকে বাস স্ট্যান্ডের ভেতরেই রাখতে হবে। এছাড়া বাস টার্মিনালের ভেতরে ছাড়া কোথাও বাস কাউন্টারও রাখা যাবে না বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশনের ২৫তম সভায় এই সিদ্ধান্তের কথা জানান তিনি। সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধিসহ অন্যান্য অংশীদারদের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

মেয়র আতিক বলেন, রাজধানীজুড়ে রাস্তার পাশে বাস কাউন্টার দেখা যায়। বাস মালিক সমিতিকে জানানো হয়েছে আগামী বছরের পহেলা এপ্রিল থেকে সকল বাস কাউন্টার নির্দিষ্ট টার্মিনালেই রাখতে হবে। এজন্য ঢাকা উত্তরের তিনটি বাস টার্মিনাল ও ঢাকা দক্ষিণের দুটি বাস টার্মিনাল যত দ্রুত সম্ভব চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বাস টার্মিনালের ডিজাইন প্রায় প্রস্তুত আছে। এটি পর্যালোচনার পর ডিপিরি মাধ্যমে কার্যকর করা হবে।’

তিনি আরও বলেন, আগে থেকে চিন্তা না করার জন্য এখন কাজে দেরি হচ্ছে। বাস টার্মিনাল করতে ৩০ একরের মতো জায়গা লাগে। গ্রাম ভাটুলিয়ায় নির্মিতব্য টার্মিনালের পুরোটা জায়গা আর ঘাটারচরে প্রায় ১২ একরের মতো জায়গা একুইজিশন করতে হবে। অন্যান্য টার্মিনালেরও একই অবস্থা। একুইজিশন, পিটিপি বা জিটুজি যেকোনো মাধ্যমেই হোক না কেন যত দ্রুত সম্ভব কাজ করা হবে।

সায়েদাবাদ বাস টার্মিনালের সংস্কার চলছে, যা পহেলা এপ্রিল থেকে চালু করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন বাস রুট রেশনালাইজেশনের জন্য গঠির কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। পাশাপাশি মহাখালী ও গাবতলীর টার্মিনালও সংস্কার করে পহেলা এপ্রিল থেকে টার্মিনাল ছাড়া কোথাও কোনো কাউন্টার রাখতে দেওয়া হবে না। কাউন্টার থাকলেই দেখা যায় সেখানে বাস দাঁড়ায়। তাই কাউন্টারই রাখা হবে না।

বিজ্ঞাপন

টার্মিনালগুলোর বাস ধারণক্ষমতা নিয়ে এক প্রশ্নের জবাবে মেয়র আতিক বলেন, ‘ঢাকায় সবকিছু অপরিকল্পিতভাবে হওয়ার কারণেই আজ আন্তঃজেলা ও আন্তঃশহরের বাসগুলো যেখানে সেখানে থাকে। বর্তমানে তাই একটি সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে, যেন এসব বাসগুলোকে একটি শৃঙ্খলার মধ্যে আনা যায়। গ্রাম ভাটুরিয়া, হেমেয়াতপুর আর ঘাটারচর, কাঁচপুর আর বাঘাইলে নতুন করে টার্মিনাল তৈরি করা হবে। এদের মধ্যে ঘাটারচরে আন্তঃশহরে চলাচলকারী বাস আর বাকি টার্মিনালগুলোতে আন্তঃজেলায় চলাচলকারী বাস পার্ক করা যাবে। এছাড়া সায়েদাবাদ, গাবতলী আর মহাখালীতেও শুধুমাত্র ঢাকা শহরে চলাচলকারী বাস থাকবে। আর আন্তঃজেলা বাস টার্মিনালগুলোর জায়গা নির্ধারণ করা হয়েছে মেট্রোরেলের স্টেশন অনুযায়ী।’

সারাবাংলা/আরএফ/এনএস

আতিকুল ইসলাম শেখ ফজলে নূর তাপস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর