বেসরকারি স্কুলে ভর্তির ডিজিটাল লটারির ড্র অনুষ্ঠিত
১৪ ডিসেম্বর ২০২২ ১১:২৪
ঢাকা: দেশব্যাপী ২০২৩ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ডিজিটাল লটাররির ড্র অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) আর্ন্তজাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটরিয়ামে এ অনুষ্ঠান করা হয়েছে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (এমপি), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. হাবিবুর রহমানসহ শিক্ষা মন্ত্রণালয় ও টেলিটকের উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের চাহিদা মোতাবেক দেশব্যাপী সরকারি ও বেসরকারী স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ভর্তির অনলাইন ভিত্তিক ডিজিটাল লটারীর মাধ্যমে ফলাফল প্রকাশের জন্য একটি ডায়নামিক সফটওয়্যার ডেভেলপমেন্ট করা হয়, যার মাধ্যমে মন্ত্রাণালয় কর্তৃক ভর্তি নীতিমালা অনুসরন করে স্বচ্ছ ও নির্ভূল প্রক্রিয়ায় ভর্তির জন্য ছাত্র- ছাত্রী নির্বাচন করা হয়েছে।
উল্লেখ্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানকৃত চাহিদা মোতাবেক ছাত্র-ছাত্রী নির্বাচন করা হয়েছে। উক্ত প্রক্রিয়ায় সর্বমোট ৩,৩৯২ প্রতিষ্ঠান সংযুক্ত হয়েছে, তনমধ্যে ৫৪০টি সরকারী ও ২,৮৫২টি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। উক্ত প্রক্রিয়ায় সাকুল্যে ৯,১২,৬৪৪ টি আবেদন গৃহীত হয়েছে।
দুইটি পদ্ধতিতে ভর্তি সংক্রান্ত ফলাফল পাওয়া যাবে
পদ্ধতি-১: যেকোন টেলিটক মোবাইলনাম্বার থেকে নিম্নোক্ত ফরমেট এ SMS করুন ১৬২২২ নাম্বারেঃ
SMS Format: GSA<space>RESULT<space>USERID
Reply: “GSA ফলাফল-2023: ইউজারআইডি: XXX, জন্ম নিবন্ধন: XXX, EIIN: XXX, Class: XXXX, Shift XXX, Version:
XXX, Status: XXX, এর জন্য নির্বাচিত”
পদ্ধতি-২: অনলাইনে ফলাফল পেতে নিম্নোক্ত ওয়েব সাইটে ব্রাউজ করুন-
Website: https://gsa.teletalk.com.bd
সারাবাংলা/ইআ