শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সম্প্রীতি বাংলাদেশের শ্রদ্ধা
১৪ ডিসেম্বর ২০২২ ১৬:২৪
ঢাকা: রাজধানীর রায়েরবাজার শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে সম্প্রীতি বাংলাদেশ। সংগঠনটির সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের নেতৃত্বে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংগঠনটির সদস্যরা।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে রায়েরবাজার শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তারা। এর মধ্যে দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানায় সংগঠনটি।
এ সময় সম্প্রীতি বাংলাদেশের কার্যকরী সদস্য সাইফ আহমেদ ও তাপস হালদার উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জাভেদ আলম, রাজীব কর, আবু তালেব ও ফয়জুল বারী।
এর আগে, বুধবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বুদ্ধিজীবি স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়।
সারাবাংলা/এনএস