সন্ধ্যা নামার আগেই নামতে পারে রাত
১ মে ২০১৮ ০৯:৩৯
।।মাকসুদা আজীজ, অ্যাসিট্যান্ট এডিটর।।
ঢাকা: গতকাল সকালে নেমে আসা রাতের কথা মনে আছে তো? আজও এমন একটা অকাল রাত নেমে আসতে পারে বিকেল নাগাদ।
আজ বৈশাখের ১৮ তারিখ। গরম তো বাদ, রোদের দেখা পাওয়াও ইদানিং দুর্লভ হয়ে গেছে। গত তিন দিনের টানা ঝড়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৩১ ডিগ্রি সেলসিয়াসে। যদি পুরো রোদ না এসে ঝড় আবারও আসে তাপমাত্রা এমন কম কমই অনুভূত হবে।
বার বার ঝড়ের আতঙ্ক বাদ দিলে দিনটি বেশ আরামদায়ক। বাতাস স্বাভাবিকের চেয়ে একটু জোরে বইছে। দিনটিও ছুটির দিন। সকাল সকাল বের হওয়ার তাড়া থাকছে না। যদি কাজে যেতেও হয় স্বাভাবিক ব্যস্ততার বালাই কমই আছে।
এমন দিনে বাড়িতে বা বন্ধু স্বজন নিয়ে জম্পেশ আড্ডা দিয়ে, গল্প করে কাটিয়ে দেয়া যাবে দিব্যি।
শুধু মনে রাখতে হবে আরেকটা ঝড়ের ফরমান আছে কিন্তু মাথার উপর হুট করেই ছাতা ছাড়া মাথা না বাঁচিয়ে বের হওয়া যাবে না।
নিরাপদে কাটুক ছুটির বেলা।
সারাবাংলা/এমএ/আইএ