Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শহিদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়নে সরকারকে বিদায় করতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২২ ২২:৫২

ঢাকা: শহিদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকারকে বিদায় করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই আলোচনা সভা আয়োজন করে বিএনপি। এতে সভাপতিত্ব করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘শহিদ বুদ্ধিজীবীরা আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছেন। বুদ্ধিজীবীদের স্বপ্ন আমাদেরকেই বাস্তবায়ন করতে হবে। সেটা করতে হলে এই সরকারকে বিদায় করতে হবে। বিদায়ের জন্য সারা দেশের মানুষ প্রস্তুত।’

তিনি বলেন, ‘আমরা ১০ দফা প্রণয়ন করেছি। ভবিষ্যতে জনগণ যদি বিএনপিকে, বেগম খালেদা জিয়াকে, নির্বাচিত করে তাহলে আমরা দেশ কীভাবে মেরামত করব, তার একটা রূপরেখা অচিরেই জনগণ ও জাতির সামনে উপস্থাপন করব।’

‘আসুন, গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মুক্তিযোদ্ধাদের সেই সাহস, বুদ্ধিজীবীদের সেই সাহস ধারণ করে দেশকে মুক্ত করার জন্য প্রস্তুতি গ্রহন করি’— বলেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘আমরা ১০টি বিভাগীয় সমাবেশে দেখেছি- জনগণ পরিস্কারভাবে ব্যক্ত করেছে, তারা এখন পরিবর্তন চায়। এ দেশে পরিবর্তনগুলো কারা করেছে? একটু ইতিহাস দেখেন- বাকশালের হাত থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। আবার এরশাদের সময় গণতন্ত্রকে হত্যা করে স্বৈরতন্ত্র হয়েছিল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন সংগ্রামের মাধ্যমে এ দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।’

বিজ্ঞাপন

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজকে বিএনপি ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তির দায়িত্ব এই সরকারের হাত থেকে এ দেশকে রক্ষা করা এবং জনগণ যে পরিবর্তন চায় সেই পরিবর্তনের সূচনা করা। এই পরিবর্তন না করতে পারলে বাংলাদেশ মেরামত করা সম্ভব নয়।’

বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, বরকত উল্লাহ বুলু, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, সাংবাদিক এম এ আজিজ প্রমুখ।

সারাবাংলা/এজেড/একে

আওয়ামী লীগ বিএনপি সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর