মাতুয়াইলে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
১৫ ডিসেম্বর ২০২২ ০০:০৬
ঢাকা: রাজধানীর মাতুয়াইল হাজী বাদশা মিয়া রোডে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে আজিম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মাতুয়াইল হাজী বাদশা মিয়া রোডে এই ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
তার সহকর্মী জাহাঙ্গীর হোসেন জানান, তারা বাদশা মিয়া রোডে নির্মানাধীন একটি দশতলা ভবনে রাজমিস্ত্রির কাজ করেন। আজ ভবনের পাঁচতলার বাইরের দিকে মাচানে দাড়িয়ে ৪/৫ জন প্লাস্টারের কাজ করছিলেন। তাদের সবার শরীরের সঙ্গে সেফ্টি বেল্ট লাগানো ছিল। তবে সেখান থেকে আজিম পা পিছলে পড়ে গেলে তার কোমরের বেল্টও ছিড়ে যায়। এতে ভবনের একেবারে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
জাহাঙ্গীর আরও জানায়, আজিমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। বাবার নাম নজরুল ইসলাম। বর্তমানে নির্মাণাধীন ভবনেই থাকতেন। প্রায় দুই মাস যাবত ভবনটিতে কাজ করে আসছিলেন তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত অবস্থায় ওই শ্রমিককে ঢামেকে ভর্তি করে তার সহকর্মীরা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম