Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮ প্রতিষ্ঠানকে ২০টি আইএসও সনদ প্রদান বিএসটিআই’র

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২২ ০০:১০

ঢাকা: আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে ১৮টি প্রতিষ্ঠানকে ২০টি আইএসও সনদ দেওয়া হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই’র প্রধান কার্যালয়ে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে সনদ হস্তান্তর করেন বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) মো. আবদুস সাত্তার। অনুষ্ঠানে আইএসও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

১৮টি প্রতিষ্ঠানের মধ্যে নতুন সাতটি প্রতিষ্ঠানকে আইএসও সনদ প্রদান করা হয় এবং ১১টি প্রতিষ্ঠানের সনদ নবায়ন করা হয়। নতুন সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে এগ্রো ফ্রুটস্ অ্যান্ড ভেজিটেবেল লিমিটেডের অনুকূলে আইএসও ২২০০০:২০১৮ সনদ, ওএফএস ক্যাবলস লিমিটেডের অনুকূলে আইএসও ১৪০০১:২০১৫ ও আইএসও ৯০০১:২০১৫ সনদ, জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিক্যাল ডিভাইস লিমিটেডের অনুকূলে আইএসও ১৪০০১:২০১৫ সনদ, চৌধুরী মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অনুকূলে আইএসও ৯০০১:২০১৫ সনদ, বড়াল কেমিক্যালস্ লিমিটেডের অনুকূলে আইএসও ৯০০১:২০১৫ সনদ, ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল লিমিটেডের অনুকূলে আইএসও ৯০০১:২০১৫ সনদ, এবং খাদিজা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অনুকূলে আইএসও ৯০০১:২০১৫ সনদ দেওয়া হয়।

এছাড়া আইএসও সনদ নবায়নকৃত ১১টি প্রতিষ্ঠানের মধ্যে হক ফুড ইন্ডাস্ট্রজি লিমিটেডের অনুকূলে আইএসও ৯০০১:২০১৫ ও আইএসও ২২০০০:২০১৮ সনদ, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের অনুকূলে আইএসও ৯০০১:২০১৫ সনদ, বিডি ফুডস লিমিটেডের অনুকূলে আইএসও ২২০০০:২০১৮ সনদ, রিগস্ হার্বসের অনুকূলে আইএসও ২২০০০:২০১৮ সনদ, সিমিক্স ক্যামিকেলস লিমিটেডের অনুকূলে আইএসও ৯০০১:২০১৫ সনদ, ঈগলু ফুডস লিমিটেডের (ম্যাংগো পাল্প ইউনটি) অনুকূলে আইএসও ২২০০০:২০১৮ সনদ, কেমিটো ইন্টারন্যাশনাল লিমিটেডের অনুকূলে আইএসও ৯০০১:২০১৫ সনদ, ড্রিম মাশরুম সেন্টারের অনুকূলে আইএসও ৯০০১:২০১৫ সনদ, আমবার বোর্ড মিলস লিমিটেডের অনুকূলে আইএসও ৯০০১:২০১৫ সনদ, নিতা কোম্পানি লিমিটেডের অনুকূলে আইএসও ৯০০১:২০১৫ সনদ এবং এলগ্রিো সুইটস লিমিটেডের অনুকূলে প্রদত্ত আইএসও ৯০০১:২০১৫ সনদ নবায়ন করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংল/ইএইচটি/পিটিএম

আইএসও সনদ

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর