Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২২ ১১:০৫

যশোর: যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। বুধবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মণিরামপুর-রাজগঞ্জ সড়কের মান্দার তলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোহনপুর কারিগর পাড়ার মোস্তাকের ছেলে সিহাব হোসেন (১৪) ও তার আপন খালাতো ভাই নাহিদ হাসান।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মান্দার তলায় যেকোনো গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলে থাকা সিহাব ও নাহিদ দুর্ঘটনার শিকার হন। পথচারী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে মনিরামপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তবে কোন গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লেগেছিল সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।

সারাবাংলা/ইআ

মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর