ঘন কুয়াশায় পদ্মা সেতুতে ৩ বাসের সংঘর্ষ, বন্ধ ছিল যান চলাচল
১৫ ডিসেম্বর ২০২২ ১৫:২৮
মুন্সীগঞ্জ: ঘন কুয়াশার কারণে পদ্মা সেতুর ১৯নং পিলার বরাবর লেনে তিনটি বাসের সংঘর্ষ হয়। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতেপদ্মা সেতুর এক লেনে ৪ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।
দুর্ঘটনায় বাশার (১৬) নামে এক যাত্রী গুরুতর আহত হয়। তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, পদ্মা সেতুর ১৯-২০ পিলারের মধ্যবর্তী স্থানে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, শরীয়তপুর পরিবহন ও মেঘনা ট্রাভেলসের মধ্যে সংঘর্ষ হয়।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহানা জানান, আহত ব্যক্তি মুন্সীগঞ্জের শ্রীনগর সিংপাড়া এলাকার জুয়েলের ছেলে বাশার (১৬)। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসাধীন রাখা হয়েছে। আহতের অবস্থা গুরুতর।
পদ্মা সেতুর সেফটি অ্যান্ড সিকিউরিটির দায়িত্বে থাকা আরিফুল ইসলাম জানান, ঘন কুয়াশার ফলে বাসগুলো ধীরে চলছিলো। এসময় জাজিরামুখী টুঙ্গিপাড়া এক্সপ্রেসকে মেঘনা ট্রাভেলস পেছন থেকে ধাক্কা দেয়। এসময় নিয়ন্ত্রণ না রাখতে পেরে শরীয়তপুর পরিবহনের আরেকটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এসময় সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা ধরে জাজিরামুখী এক লেনে যান চলাচল বন্ধ রাখা হয়। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে গাড়িগুলো রেকার দিয়ে সরিয়ে নেয় মাওয়া ট্রাফিক পুলিশ।
মাওয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর জিয়াউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে রেকার দিয়ে বাসগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এখন যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
সারাবাংলা/এমও