Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাগারে বিএনপি নেতাদের সঙ্গে দুর্ধর্ষ আসামির মতো আচরণ করা হচ্ছে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২২ ১৫:২২

ঢাকা: কারাগারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ বিএনপি নেতাদের সঙ্গে খুনি ও দুর্ধর্ষ আসামির মতো আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘কারাবন্দি বিএনপির শীর্ষ নেতারাসহ সব পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাবেক এমপি ফজলুল হক মিলনের কারাগারে ডিভিশন পাওয়ার কথা থাকলেও শুরুতে তাদের সেই ডিভিশন দেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘আটকের পর বিএনপির শীর্ষ নেতাদের ২৪ ঘণ্টার বেশি সময় লকআপ রাখা হয়েছিল। গ্রেফতার হওয়া অধিকাংশ নেতাকর্মী হৃদরোগ, ডায়াবেটিকসসহ নানা জটিল রোগে আক্রান্ত থাকলেও তাদের ওষুধপত্র পর্যন্ত কারাগারে দিতে দেওয়া হচ্ছে না। তাদের প্রয়োজনীয় কাপড় চোপরও কারাগারে পৌঁছানো যাচ্ছে না। কারাবন্দিদের পরিবারের পক্ষ থেকে বার বার প্রয়োজনীয় জিনিসপত্র কারাফটকে নিয়ে গেলে কারা কর্তৃপক্ষ তা ফিরিয়ে দিচ্ছে।’

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘কারাগারের ভেতর অন্য বন্দীদের সঙ্গে তারা যোগাযোগ করতে পারছে না। আটক নেতাদেরকে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না। তারা মিথ্যা সাজানো মামলায় রাজবন্দী হলেও তাদের সঙ্গে আচরণ করা হচ্ছে চিহ্নিত খুনি ও দুধর্ষ আসামির মতো। যা কারাবিধি ও মানবিধারের সুস্পষ্ট লংঘন।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, বিএনপির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমেদ, বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সদস্য (দফতরে সংযুক্ত) মো. আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

সারাবাংলা/এজেড/ইআ

কারাগার বিএনপি নেতা

বিজ্ঞাপন

বিদেশ বিভুঁই। ছবিনামা-১
২৪ নভেম্বর ২০২৪ ২৩:০০

আরো

সম্পর্কিত খবর