মুক্তিযুদ্ধে অর্জিত বিজয় এখনও সংহত হয়নি: ওবায়দুল কাদের
১৬ ডিসেম্বর ২০২২ ১১:৪২
সাভার থেকে: মহান বিজয় দিবসে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মুক্তিযুদ্ধে অর্জিত বিজয় এখনও সংহত হয়নি বলেও জানান তিনি।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধের বিজয় এখনও সংহত হয়নি। শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত আর সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
তিনি আরও বলেন, ‘বিজয়ের একান্ন বছর পরও এদেশকে এখনও সুষম করতে পারিনি। বিজয়কে উপভোগ করা যায়নি। এখনও সাম্প্রদায়িক শক্তি বিজয়কে নস্যাৎ করতে তৎপর।’ এসময় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে, শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধ এখন সর্বসাধারণের জন্যে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন।
সারাবাংলা/ইএইচটি/এমও
আওয়ামী লীগ ঐক্যবদ্ধ প্রতিরোধ ওবায়দুল কাদের সাম্প্রদায়িক শক্তি