Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগি লাইনচ্যুত: ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২২ ১৩:০৭

ঢাকা: বগি লাইনচ্যুত হওয়ার প্রায় তিন ঘন্টা পর ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালের দিকে ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেেশে ছেড়ে যাওয়া নাছিনারাবাদ এক্সপ্রেস ট্রেনটি কেওয়াটখালী যেতেই একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম, মোহনগঞ্জ ও ঝারিয়ার সঙ্গে রেল চলাচল বন্ধ হয়ে পড়ে। এরপর উদ্ধাকারী ট্রেন এসে বগিগুলো উদ্ধারের পর পুনরায় রেল চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

ময়মনসিংহ রেলওয়ের থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন আহমেদ জানান, বগি লাইনচ্যুত হওয়ার কারণে আড়াই ঘন্টার মতো এই রুটে ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। ১১টার কিছু সময় পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে গত ১১ ডিসেম্বর সকাল ৮টার দিকে নগরীর বলাশপুর এলাকায় ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে। মাত্র ছয় দিনের ব্যবধানে ফের ময়মনসিংহে এই ঘটনা ঘটেছে।

সারাবাংলা/জেআর/ইআ

ট্রেন চলাচল স্বাভাবিক বগি লাইনচ্যুত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর