Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় বিশ্বের সর্ববৃহৎ হাতে লেখা কোরআনের প্রদর্শনী শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২২ ১৫:৪৫

সাতক্ষীরা: সাতক্ষীরায় বিশ্বের সর্ববৃহৎ হাতে লেখা কোরআন শরীফের প্রদর্শনী করা হয়েছে। মসজিদে কুবা’র আয়োজনে ১৭ ও ১৮ ডিসেম্বর দুই দিনব্যাপি প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা শহরের মেহেদীবাগে মসজিদে কুবা কমপ্লেক্সে এই প্রদর্শনী’র উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিশদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

আয়োজক কমিটি জানায়, বিশ্বের সর্ববৃহৎ এই কোরআন শরীফটি দেখতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ পুরষ ও নারীরা ছুটে আসছেন। এখানে নারীদের জন্য নিজ নিজ পর্দসহ দেখার ব্যবস্থাও রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, মজজিদে কুবা কমিটির উপদেষ্টা ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, মসজিদের মুফতি সাইফুল ইসলামসহ আরও অনেকে।

সারাবাংলা/এমও

কোরআন সর্ববৃহৎ হাতে লেখা কোরআন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর