Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটায় হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২২ ১৭:০৮ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ ১৭:২৪

কুয়াকাটা: পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে অজান্তা বেগম নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কুয়াকাটার হোটেল ঝিলিকের ২০৫ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে, শুক্রবার সকালে স্বামী-স্ত্রী পরিচয়ে এক পুরুষের সঙ্গে হোটেলে ওঠেন ওই তরুণী। শনিবার সকাল থেকে ঐ হোটেল কক্ষ বন্ধ ছিল। পরে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

মহিপুর থানার তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, কক্ষের দরজা ভেঙে ওই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে স্বামী পরিচয়দানকারী ব্যক্তিকে পাওয়া যায়নি। লাশটির ময়না তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/ইআ

তরুণীর লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর