Friday 29 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে বিএনপির গণমিছিল ৩০ ডিসেম্বর

সারাবাংলা ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২২ ১৭:১৯

ঢাকা: ১০ দফা দাবিতে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাওয়া পূর্ব ঘোষিত ২৪ ডিসেম্বরের গণমিছিল কর্মসুচি স্থগিত করেছে বিএনপি। এর পরিবর্তে আগামী ৩০ ডিসেম্বর তা অনুষ্ঠিত হবে। তবে অন্যান্য জেলা ও বিভাগীয় শহরে ২৪ ডিসেম্বরই ওই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

শনিবার (১৭ ডিসেম্বর) শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ তথ্য জানান। আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল থাকায় সেদিন বিএনপির গণমিছিল কর্মসূচি না করার আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই আহ্বানের পরিপ্রেক্ষিতেই রাজাধানীতে ওই দিনের পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত করল বিএনপি।

বিজ্ঞাপন

নজরুল ইসলাম খান বলেন, ‘বিভাগীয় সমাবেশে বাধা, প্রতিবন্ধকতা, পরিবহন ধর্মঘট, রাষ্ট্রীয় সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে সরকার। গত ৭ ডিসেম্বর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে নজিরবিহীন হামলা, গুলি, টিয়ারসেল নিক্ষেপ ও গণগ্রেফতার করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের সিনিয়র নেতাদের গভীর রাতে গ্রেফতার ও মিথ্যা মামলায় জড়িত করা হয়েছে। সারাদেশে গায়েবী মামলা ও গণগ্রেফতার অব্যাহত রেখেছে সরকার। একইসঙ্গে সারাদেশে বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এর মধ্যে ১৩ ডিসেম্বর শান্তিপূর্ণ কর্মসূচিতেও হামলা ও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এরপরও বিএনপি সংঘাত চায় না। শান্তিপূর্ণ উপায়ে সংকট নিরসন করতে চায়, সমস্যা সমাধান করতে চায়। তাই বিএনপি অন্য রাজনৈতিক দলের কর্মসূচির দিনে নিজেদের কর্মসূচি পালনের নীতি পরিহার করে চলে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল থাকায় সেদিন বিএনপির গণমিছিল কর্মসূচি না করার আহ্বান জানিয়েছেন।’

বিজ্ঞাপন

নজরুল ইসলাম আরও বলেন, ‘সেই আহ্বানের পরিপ্রেক্ষিতে আমাদের ওপর আওয়ামী লীগ সরকারের অব্যাহত দমন-নিপীড়নের পরও শান্তি-শৃঙ্খলার স্বার্থে ১০ দফা দাবিতে পূর্ব ঘোষিত ২৪ ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি পুনরায় বিন্যাস করছি। আগামী ২৪ ডিসেম্বর ঢাকা মহানগর ব্যতিত দেশের সকল জেলা ও মহানগরে গণমিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে। তবে আগামী ৩০ ডিসেম্বর (শুক্রবার) রাজধানীতে ওই কর্মসূচি অনুষ্ঠিত হবে।’

‘যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে অন্যান্য রাজনৈতিক দল আমাদের সঙ্গে আজ একই কর্মসূচি ঘোষণা করছে। তাদের সকলকে ধন্যবাদ জানাই। সকলের সম্মিলিত অংশগ্রহণে আন্দোলন এগিয়ে যাবে এবং স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা হবে’- বলেন নজরুল ইসলাম।

এই সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ভারপ্রাপ্ত দফতর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএস

বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর