চট্টগ্রামে এক লাখ ইয়াবাসহ গ্রেফতার ৪
১৭ ডিসেম্বর ২০২২ ১৭:৩৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় অটোরিকশায় তল্লাশি করে এক লাখ ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে অটোরিকশাটি বাঁশখালী হয়ে চট্টগ্রাম শহরে এসেছিল বলে জানিয়েছে র্যাব।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় নগরীর শাহ আমানত সেতু এলাকায় র্যাবের চেকপোস্টে অটোরিশাটি তল্লাশির মুখে পড়ে।
গ্রেফতার চারজন হলেন- মো. ইলিয়াস (৪৫), ইমরান হোসেন রাসেল (২৪), মীর এরফানুল হক মারুফ (২৩) ও অটোরিকশা চালক গিয়াস উদ্দিন (২৮)।
র্যাব জানিয়েছে, অটোরিকশায় তল্লাশির সময় ইলিয়াসের কাঁধে থাকা একটি ব্যাগে ইয়াবাগুলো পাওয়া যায়। ব্যাগের ভেতর বিশেষ কৌশলে স্কচটেপ ও কাগজ দিয়ে মোড়ানো অবস্থায় ছিল সেগুলো।
জানতে চাইলে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার সারাবাংলাকে বলেন, ‘গ্রেফতার চারজন জিজ্ঞাসাবাদে জানিয়েছে- মায়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার থেকে বাঁশখালী সড়ক দিয়ে চট্টগ্রাম শহরে আসছিল তারা। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তল্লাশি এড়াতে তারা বাঁশখালীর সড়কটি ব্যবহার করেছে।’
চারজনের বিরুদ্ধে নগরীর বাকলিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সারাবাংলা/আইসি/ইআ