Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারিগরি শিক্ষার পাঠ্যক্রমে পরিবর্তন আসছে— জানালেন নওফেল

সারাবাংলা ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২২ ১৭:৪০

চট্টগ্রাম ব্যুরো: শিল্পের চাহিদা অনুসারে দেশে কারিগারি শিক্ষার পাঠ্যক্রমে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ১৫০ শিক্ষার্থীকে বিনামূল্যে আউটসোর্সিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপমন্ত্রী এ কথা জানান। চট্টগ্রাম সিটি করপোরেশনের আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী এ প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।

বিজ্ঞাপন

এতে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষাকে সাধারণ শিক্ষার মধ্যে ছড়িয়ে দিতে বলেছেন। এই নির্দেশনা বাস্তবায়নে আমরা কারিগরি শিক্ষাব্যবস্থার আরও উন্নয়নে পদক্ষেপ নিচ্ছি। কারিগরি খাতে শিক্ষক-কর্মচারীর শূন্য পদ পূরণের পাশাপাশি নতুন প্রতিষ্ঠান স্থাপনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।’

‘এর মধ্যে আমরা মানসম্মত কারিগরি শিক্ষা নিশ্চিতের ওপরও জোর দিচ্ছি। এ জন্য কারিক্যুলামে পরিবর্তন আনা, শিল্পের চাহিদা অনুসারে কার্যকর ও বিষয়ভিত্তিক কোর্সের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’

উপমন্ত্রী নওফেল আরও বলেন, ‘সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হলে কর্মসংস্থান সহজ হবে। দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে কারিগরি শিক্ষাই পারে বেকারত্বের হার কমাতে।’

নগর আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক কাউন্সিলর জহরলাল হাজারীর সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পী চন্দ্রিকা দাশের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের সাধারণ সম্পাদক শহিদুল আলম এবং বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আব্দুল মালেক, আব্দুল বাতেন, সাইদুল কবির চৌধুরী ও শুভ্রদীপ কর।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/একে

কারিগরি শিক্ষা বোর্ড চট্টগ্রাম

বিজ্ঞাপন

সাগরে লঘুচাপ, কমছে তাপমাত্রা
২৫ নভেম্বর ২০২৪ ১৩:৩৩

ঢামেকে অভিযানে ২১ দালাল আটক
২৫ নভেম্বর ২০২৪ ১৩:২০

আরো

সম্পর্কিত খবর