সুপ্রিম কোর্টে বঙ্গবন্ধু স্মারক স্তম্ভের নির্মাণ কাজ শুরু
১৮ ডিসেম্বর ২০২২ ১৩:৩৭
ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদন করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে একটি স্মারক স্তম্ভ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রোববার (১৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের ইনার গার্ডেন প্রাঙ্গণে এই স্মারক স্তম্ভ নির্মিত হচ্ছে। নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এ সময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদকসহ সমিতির কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম।
প্রসঙ্গত, আজ রোববার (১৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট দিবস। দিবসটি উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রশাসন আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করছে।
সারাবাংলা/কেআইএফ/এমও
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু স্মারক স্তম্ভ সুপ্রিম কোর্ট