Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমরা এগিয়ে যাবো উন্নয়নের পথে, অপ্রতিরোধ্য গতিতে’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২২ ১৪:৪২

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিজয়ের পতাকা সমুন্নত রেখে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলবো— বিজয়ের মাসে এইটা আমাদের প্রতিজ্ঞা। বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয়েছে, এখন উন্নত দেশ হিসাবে বাংলাদেশকে গড়ে তুলব। এজন্য দেশের মানুষকে সজাগ থাকতে হবে। আবার যেন সেই ভোগান্তিতে পড়তে না হয়। আমরা এগিয়ে যাবো উন্নয়নের পথে, অপ্রতিরোধ্য গতিতে গড়ে তুলব, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ।’

বিজ্ঞাপন

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহান বিজয় দিবস পালনে এবার ৩ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে ক্ষমতাসীন দলটি।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বিজয় আমরা এনেছি। এই বিজয়ের পতাকা সমুন্নত রেখেই চলতে হবে। আর যেন ওই খুনি, যুদ্ধাপরাধী; যাদের আমরা বিচার করেছি। এরা যেন আবার এই দেশটাতে এসে আবার ধ্বংস করতে না পারে। সেইদিকে সবাইকে সজাগ থাকতে হবে এবং সবাইকে লক্ষ্য রাখতে হবে।’

গত ১০ ডিসেম্বর সরকার পতনের লক্ষ্যে বিএনপির হুমকি-ধামকির বিষয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘নইলে বিএনপি কেন ডিসেম্বর মাস বিজয়ের অনুষ্ঠান করবে? আন্দোলন করে সরকার উৎখাত করবে; এতই সোজা? আওয়ামী লীগ পারে। আমরা আইয়ুব খানকে উৎখাত করেছি। ইয়াহিয়া খানকে যুদ্ধে পরাজিত করে উৎখাত করেছি। জিয়াকে পাই নাই হাতে কিন্তু জিয়া যখনই যেখানে গেছে আন্দোলন তার বিরুদ্ধে হয়েছে। এরশাদকে উৎখাত করেছি। খালেদা জিয়া ১৫ ফেব্রুয়ারির ভোট চুরি তাকে উৎখাত করা হয়েছে। আবার ২০০৬ এর ভোট চুরি করতে চেয়েছিল ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার দিয়ে ভোট করতে চেয়েছিল সেটাও বাতিল হয়েছে। কাজেই আওয়ামী লীগই পারে।’

‘হ্যাঁ, তারা (বিএনপি-জামায়াত) চক্রান্ত করতে পারবে, ষড়যন্ত্র করতে পারবে। হয়ত চক্রান্ত করে ২০০১ এ আমাদের ক্ষমতায় আসতে দেয়নি। তার ভোগান্তি এদেশের মানুষের হয়েছে এবং মানুষকে সজাগ থাকতে হবে। আবার সেই ভোগান্তিতে পড়তে হবে; না মুক্তিযুদ্ধের চেতনায় বিজয়ের পতাকা সমুন্নত রেখে আমরা এগিয়ে যাবো উন্নয়নের পথে’, বলেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আজকের বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এর গতি আমাদের অব্যাহত রাখতে হবে। বিজয়ের মাসে এটাই প্রতিজ্ঞা হবে বিজয়ের পতাকা সমুন্নত রেখে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলব। উন্নয়নশীল দেশ হয়েছে, এখন উন্নত দেশ হিসাবে বাংলাদেশকে গড়ে তুলব।’

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- দলের উপদেষ্টাপরিষদ সদস্য আমির হোসেন আমু, সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম,শাজাহান খান, সিমিন হোসেন রিমি, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

যৌথভাবে সভা পরিচালনা করেন দলের প্রচার ও প্রকাশনা ও সম্পাদক আবদুস সোবহান গোলাপ এবং উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

সারাবাংলা/এনআর/এমও

অপ্রতিরোধ্য গতি আওয়ামী লীগ উন্নয়নের পথ স্মার্ট বাংলাদেশ

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর