নোয়াখালী প্রেস ক্লাবের নির্বাচন স্থগিতের নির্দেশ
১৮ ডিসেম্বর ২০২২ ১৯:০০
ঢাকা: নোয়াখালী প্রেস ক্লাবের নির্বাচনী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রসাশক কর্তৃক ভোটার তালিকা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে নোয়াখালী জেলা প্রসাশক, অতিরিক্ত জেলা প্রসাশকসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
রোববার (১৮ ডিসেম্বর) এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি ইকবাল কবিবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। তার সঙ্গে ছিলেন আইনজীবী সানজিত সিদ্দিকী।
তিনি জানান, নোয়াখালী প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি ভোটার তালিকাও স্থগিত করা হয়েছে।
আইনজীবী সানজিত সিদ্দিকী আরও জানান, নোয়াখালী প্রেস ক্লাবের বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। নির্ধারিত সময়ের আগেই নির্বাচনী তফসলি ঘোষণা করা হয়েছে। একটি প্রাইভেট প্রতিষ্ঠানে জেলা প্রসাশক হস্তক্ষেপ করতে পারেন না। পরে এসব গ্রাইন্ডে আদালত এই আদেশ দেন।
এর আগে গত ১৩ ডিসেম্বর নির্বাচন স্থগিত চেয় রিট করেন প্রেস ক্লাবের বর্তমান কমিটির সভাপতি। আগামী ২০ ডিসেম্বর মঙ্গলবার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সারাবাংলা/কেআইএফ/ইআ