Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপান-বাংলাদেশ গ্রুপ আর্ট এক্সিবিশনের সহযোগিতায় বিকাশ

সারাবাংলা ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২২ ১৯:২৪

ঢাকা: জাপান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে জাপানের দূতাবাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগ যৌথভাবে ‘জাপান অ্যান্ড বাংলাদেশ – এ গ্রুপ আর্ট এক্সিবিশন’ নামে একটি শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে। দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ এই আয়োজনের অন্যতম সহযোগী।

প্রদর্শনীটি ২২ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে।

বিজ্ঞাপন

শনিবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাপান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মাসিদা তাতসুয়া এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিকাশ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর। এ সময় আরও উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.) সহ শিল্পাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ছয় দিনব্যাপী এই প্রদর্শনীতে জাপানি শিল্পী মিও সাতো, ইকেদা ইয়োশিতো, কোতা নাকামুরা, শিউয়োশি উরিউ, এরিনা মাতসুই, আকিও উই, আজুসা কোবায়াশি এবং বাংলাদেশি শিল্পী মোহাম্মদ ইউনুস, জামাল আহমেদ, মোস্তাফিজুল হক, নিসার হোসেইন, শেখ আফজাল, মোহাম্মদ ইকবাল, আনিসুজ্জামান, মাকসুদা ইকবাল নিপা, নাজমুন নাহার কেয়া – এই ১৬ জনের দু’টি করে বিভিন্ন মাধ্যমে মোট ৩২টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।

সারাবাংলা/একে

অর্থনীতি কূটনৈতিক সম্পর্ক জাপান-বাংলাদেশ বিকাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর