Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশ গড়ার লক্ষ্যে দুর্নীতি দমনে কাজ করতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২২ ২০:২০

ঢাকা: দেশ গড়ার লক্ষ্যে সঠিকভাবে দুর্নীতি রোধে কাজ করে যাওয়া দায়িত্ব বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

রোববার (১৮ ডিসেম্বর) কমিশনের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে এক আলোচনা সভায় দুদক চেয়ারম্যান একথা বলেন।

মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ আরও বলন, ‘আমাদের প্রকৃত ইতিহাস জানতে হবে। ইতিহাস ঘেঁটে প্রকৃত সত্য জানতে হবে এবং তা উপলব্ধি করতে হবে। আগামী প্রজন্মকে শেখাতে হবে। এক্ষেত্রে পরিবারের ভূমিকা অনস্বীকার্য। পরিবারে মা-বাবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সকল স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি। বঙ্গবন্ধুর দুর্নীতিবিরোধী বক্তব্য থেকে শিক্ষা নিতে হবে। সেগুলোকে ধারণ করতে হবে এবং কার্যক্ষেত্রে প্রয়োগ করতে হবে। প্রকৃত দেশপ্রেমিকরা কখনো দুর্নীতিগ্রস্থ হতে পারে না। দেশকে ভালবাসলে কেউ দুর্নীতিগ্রস্ত হয়ে দেশের ক্ষতি করতে পারে না। তারা কখনো প্রকৃত দেশপ্রেমিক নয়। আমাদের প্রশ্ন রাখতে হবে নিজের কাছে- নিজেরা দুর্নীতিমুক্ত কি না?’

কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান তার বক্তব্যে বলেন, ‘মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। এখনো সেই সংগ্রাম করে যাচ্ছি। সংগ্রামের সফল হতে হলে আমাদের কথা ও আচরণে সমন্বয় থাকতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে আমাদের প্রকৃত অর্থে তাকে অনুসরণ করতে হবে। আমাদের কাজে তার বাস্তব প্রতিফলন থাকতে হবে।’

দুদকের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, ‘স্বাধীনতার পর গত ৫১ বছরে অনেক সূচকে এগিয়ে গেছি। কিন্তু দুর্নীতি বন্ধ করতে না পারলে এই উন্নতি টেকসই হবে না। দুঃখজনকভাবে অগ্রগতির পাশাপাশি সমাজে বৈষম্যও বেড়েছে। বৈষম্য দূর করার জন্য যদি কাজ করতে পারি, সেটাই হবে স্বাধীনতার পক্ষে কাজ করা। শিক্ষাব্যবস্থা এখনো অবহেলিত, একে ঢেলে সাজাতে হবে। এখনো শিক্ষিত লোক দুর্নীতিগ্রস্ত- এই অপবাদ বয়ে বেড়াতে হচ্ছে। তাই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার কাজে প্রকৃত শিক্ষা অর্জনে আত্মনিয়োগ করতে হবে।’

বিজ্ঞাপন

আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন। এছাড়া স্বাধীনতা যুদ্ধের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করেন রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সফিউল্লাহ। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার সম্পর্কে আলোচনা করেন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আব্দুল করিম। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও আজকের বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন মহাপরিচালক জিয়াউদ্দীন আহমেদ।

সারাবাংলা/এসজে/এনএস

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর