Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রসিক-গাইবান্ধায় সুষ্ঠু হলে পরবর্তী নির্বাচনে অংশ নেবে জাপা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২২ ১৭:১৪

ঢাকা: ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন ও ৪ জানুয়ারি গাইবান্ধা-৫ আসনে অনুষ্ঠেয় উপনির্বাচন সুষ্ঠু হলে পরবর্তী সব নির্বাচনেই অংশ নেবে বলে শর্ত দিয়েছে জাতীয় পার্টি। আর নির্বাচন সুষ্ঠু না হলে পরবর্তী নির্বাচনগুলোতে অংশ নেবে কিনা তা পরে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।

সোমবার (১৯ ডিসেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে পার্টির কো-চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য এবং সংসদ সদস্যদের সমন্বয়ে এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। জাপা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় আরও সিদ্ধান্ত হয়েছে যে, নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের সহায়তা করতে কেন্দ্র থেকে টিম পাঠানো হবে। প্রার্থীদের সার্বিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সমন্বয় সভায়। এছাড়া, আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান-আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান-এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাড. সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য মো. আবুল কাশেম, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু এমপি, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, মি. সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এ.টি.ইউ.তাজ রহমান, নাসরিন জাহান রতনা এমপি, আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টু, লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এমপি (অব.), মো. মিজানুর রহমান, সৈয়দ দিদার বখ্ত, নাজমা আখতার এমপি, আব্দুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি, মো. জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, জহিরুল আলম রুবেল অংশ নেন। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম তালুকদার, আহসান আদেলুর রহমান, শেরীফা কাদের, রওশন আরা মান্নান এমপি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচ/এইচ/পিটিএম

জাতীয় পার্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর