Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্প্রীতি বাংলাদেশের উদ্যোগে সম্প্রীতি সম্মেলন

সারাবাংলা ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২২ ১৯:১২

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে সম্প্রীতি বাংলাদেশের উদ্যোগে সম্প্রীতি সম্মেলন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়ুয়া, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক ড.জিয়াউর রহমান, ড. রফিকুল ইসলামসহ অন্যরা।

‘সম্প্রীতি বাংলাদেশ’ এর আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদান করেন করেন সম্প্রতি বাংলাদেশের সদস্য-সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

সভায় বক্তারা উল্লেখ করেন, যে ব্যক্তি নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, সেই ব্যক্তি অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল। বিশ্বের যা কিছু অর্জন সবকিছু সভ্যতার জন্য। অসাম্প্রদায়িক মূল্যবোধ আজ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ধর্মান্ধ, সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিতে সমাজের সর্বস্তরে আজ ঐক্য প্রয়োজন। ধর্মের দোহাই দিয়ে যারা আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ জলাঞ্জলি দিতে চায়, তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। দেশি এবং বিদেশি কোনো অপশক্তি যেন বাংলাদেশের উন্নয়ন নস্যাৎ করতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সারাবাংলা/একে

জাতীয় সম্প্রীতি বাংলাদেশ সম্প্রীতি সম্মেলন

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর