Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সীমার মেয়াদ বেড়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২২ ১৯:৪৬

ঢাকা: পুঁজিবাজারে ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের সীমার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলোকে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিলো আর্থিক খাতের এই নিয়ন্ত্রক সংস্থা।

সোমবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারটি দেশের সকল ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৭ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মো. জেহাদ উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে সময়সীমা বাড়ানো বিষয়টা পরিষ্কার করেছিল।

এবার ব্যাংকগুলো এ নিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে বর্ধিত সময়সীমার মধ্যে অন্যান্য কোম্পানির শেয়ার ধারনের ক্ষেত্রে সামষ্টিক কিংবা এককভাবে কোনো কোম্পানির শেয়ার ধারনের ক্ষেত্রে সীমাতিরিক্ত বিনিয়োগকারী ব্যাংকসমূহ ৩১ আগস্ট ২০২২ ভিত্তিক সংশ্লিষ্ট বিনিয়োগকে (রেশিওতে) কোনো ক্রমেই বাড়াতে পারবে না।

সারাবাংলা/জিএস/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর