Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সলিমুল্লাহ মেডিকেল কলেজের ক্যাশিয়ার গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২২ ১৮:২৫

আব্দুছ ছাত্তার মিয়া

ঢাকা: চিকিৎসা সেবা ও বিভিন্ন পরীক্ষার আড়াই কোটি টাকা ফি আদায় করে আত্মসাৎ করার মামলায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাশিয়ার আব্দুছ ছাত্তার মিয়াকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে। দুদকের সচিব মো. মাহবুব হোসেন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

মাহবুব হোসেন জানান, চলতি বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রোগীদের চিকিৎসা সেবা ও বিভিন্ন পরীক্ষার জন্য আদায় করা সরকারি রাজস্ব (ইউজার ফি) ২ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৪৪১ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়। এই অভিযোগে ক্যাশিয়ার আব্দুছ ছাত্তারের বিরুদ্ধে।

এই অভিযোগে গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) দুদকের পক্ষ থেকে এ সংক্রান্ত মামলা দায়ের করা হয়। এই পরিপ্রেক্ষিতে আজ আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসজে/এনএস

আব্দুছ ছাত্তার মিয়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসাপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর